জেলা ও দায়রা জজ

মোঃ আশরাফুল ইসলাম
জেলা ও দায়রা জজ
জনাব মোঃ আশরাফুল ইসলাম গত ০৩ জুলাই ২০২৪ খ্রি. তারিখে বাগেরহাট জেলার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস-২২তম ব্যাচের একজন সদস্য। তাঁর সার্ভিস আইডি নম্বর 2005201019।তাঁর জন্ম তারিখ 19 আগষ্ট 1975 সাল। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (সম্মান) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা যশোর। ইতোপূর্বে তিনি কুষ্টিয়া জেলায় বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) পদে কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি দেশে Judicial Administration Training Institute, ভূমি জরীপ ও রেকর্ড অধিদপ্তর-এ বিভিন্ন প্রশিক্ষণ এবং দেশের বাইরে অস্ট্রেলিয়ার Western Sydney University ও ভারতে National Judicial Academy, Bhopal সহ বিভিন্ন প্রদেশে দুই বার প্রশিক্ষণ গ্রহণ করেন।